সুখের খবর দুঃখের খবর আনলো বয়ে পাক কোরান
নিদ্রা যেতে নিষেধ এলো,
বান্দা তা তুই সঠিক জান।
তোর মুনিবের তরফ হইতে নির্দেশ এলো তোর তরে
উঠো জেগে জলদি করে গাফলতির এই ঘুম ছেড়ে।
এইভাবে তুই তন্দ্রা বিভোর,
থাকবি কীরে জীবন ভর,
তার দ্বারা তুই আনবি টেনে খোদার গজব মাথার পর।
মরণ বরণ করার পরে সুখের নিদ্রায় ধীর্ঘদিন
কাটবেরে দিয়া নেক আমল , দিলে-মনে করো একিন।
অলসভাবে গুনার মাঝে কাটাস যদি এই জীবন
জ্বলবিরে তুই দোজখের আগুনে ,
পরজীবনে সারাক্ষণ।
পড়বিরে তুই যমদুতের হাতে,
তার থেকে তোর মুক্তি নাই,
বজ্র কঠোর দন্ড দিয়া জানটি কবজ করবে তাই।
এইভাবে তুই তন্দ্রা বিভোর,
থাকবি কীরে জীবন ভর,
তার দ্বারা তুই আনবি টেনে খোদার গজব মাথার পর।
আরে যুন্নুন মিশরী বলে তুই ঘুম ছেড়ে দে,
রাত জেগে করো বন্দেগী,
করো মোনাজাত খোদার কাছে,
চেয়ে সুখের জিন্দেগী।
সুরার নেশায় বিভোর যারা
অবুঝ গাফেল দুনিয়াদার,
ঘুমের মাঝে থাকে তারা
তাদের জীবন মিথ্যাসার।
এইভাবে তুই তন্দ্রা বিভোর,
থাকবি কীরে জীবন ভর,
তার দ্বারা তুই আনবি টেনে খোদার গজব মাথার পর।
(হযরত যুন্নুন মিশরী (রহঃ) এর প্রখ্যাত বয়ান)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন